এলার্জি কি | এলার্জি দূর করার উপায় | এলার্জির ঔষধ এর নাম |

এলার্জি কি | এলার্জি দূর করার উপায় | এলার্জির ঔষধ এর নাম |

এলার্জি কি

এলার্জি একটি সাধারণ রোগ। আমাদের দেহে কোন খাবার বা বস্তুর প্রতি যে প্রতিক্রিয়া দেখায় সেটি এলার্জি। এলার্জি রোগটি শিশুদের প্রতি বেশি দেখা যায়। বয়স বাড়ার সাথে সাথে এলার্জি সেরে যায় আবার অনেকের সারাজীবন এলার্জি থেকে যাই। জানা গেছে সারা বিশ্বের যত ভাগ মানুষ রয়েছে তার মধ্যে প্রায়ই 30 ভাগ মানুষই এলার্জি তে ভুগে থাকেন।

এলার্জি কেন হয়

আমরা সকলেই জানি প্রতিটি মানুষের শরীরে রোগ প্রতিরোধের ব্যবস্থা থাকে। আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন ঠিক ভাবে কাজ করে না অথবা আমাদের প্রতি ক্ষতিকর নয় এমন সব জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখাতে শুরু করে তখনই এলার্জি হয়। অর্থাৎ আমরা অনেক সময় অনেক খাবার বা অন্য কিছুর সংস্পর্শে গেলে সেটা ক্ষতিকর কিনা তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বুঝতে পারেনা। এসব খাবার বা বস্তুর প্রতি তখন সে এক ধরনের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে যা আসলে এলার্জি নামে পরিচিত।

এলার্জিতে কি কি সমস্যা হয়

আমাদের দেশে প্রায় অনেক মানুষ এলার্জি রোগে ভুগে থাকেন। আমরা জানি না এলার্জি হলে কি কি সমস্যা হতে পারে। চলুন জেনে নিই সমস্যাগুলো সম্পর্কে। এলার্জির জন্য হাঁচি হতে পারে। চুলকানি হতে পারে। এবং শ্বাসকষ্ট ও হয়ে থাকে এলার্জির জন্য। কারো কারো ক্ষেত্রে এলার্জি সামান্য অসুবিধা তৈরি করে আবার কারো কারো ক্ষেত্রে এলার্জি সারা জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে।

এলার্জির উপসর্গ কি

যে বস্তুর প্রতি আপনার অ্যালার্জি আছে সে বস্তুর সংস্পর্শে আসার কয়েক মিনিটের মধ্যে আপনার শরীরে এলার্জি প্রতিক্রিয়া দেখা দেবে। তবে এটি অনেক সময় কয়েক ঘণ্টা ধরে ও হতে পারে। তবে বেশিরভাগ এলার্জি মৃদু এবং নিয়ন্ত্রণে থাকে। মাঝে মাঝে এলার্জির কারণে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এলার্জির উপসর্গগুলোর প্রধান কয়েকটি নাম নিচে উল্লেখ করা হলো।
  • হাঁচি
  • চুলকানি
  • সর্দি
  • বন্ধ নাক
  • চোখ লাল হয়ে যাওয়া
  • চোখ দিয়ে পানি পড়া
  • শ্বাস নেওয়ার সময় বুকে শব্দ হওয়া
  • শ্বাস নেওয়ার সময় বুক ভারী হয়ে যাওয়া
  • শরীর ও ত্বক লাল লাল হয়ে ফুলে যাওয়া
  • ঠোঁট, জিহ্বা ,চোখ, মুখ ফুলে যাওয়া
  • লাল লাল হয়ে যাওয়া
এলার্জি উপসর্গ গুলো মূলত এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

কিডনি রোগের লক্ষণ কি? কিডনিতে ব্যথা কিভাবে নির্ণয় করা হয়?

অনাফিলাক্সিস এর উপসর্গ কি

এধরনের এলার্জি প্রতিক্রিয়া কয়েক মিনিটের মধ্যে হয় এবং সেটা কখনো কখনো প্রাণঘাতী ও হতে পারে। এসব ক্ষেত্রে অনেক বেশি সর্তকতা অবলম্বন করতে হবে। দেখে নিন এই উপসর্গগুলো কি সে সম্পর্কে।
  • গলা এবং মুখ ফুলে যাওয়া
  • শ্বাসকষ্ট হওয়া
  • ঘুম ঘুম ভাব হওয়া
  • জ্ঞান হারানোর মত অবস্থা হওয়া
  • প্রলাপ বকতে থাকা
  • ঠোঁট এবং ত্বক নীল হয়ে যাওয়া
  • পড়ে যাওয়া বা জ্ঞান হারানো
তবে এলার্জির ক্ষেত্রে জ্ঞান হারানো অথবা পড়ে যাওয়া এমন ঘটনা তেমন দেখা যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

এলার্জি হলে কি করণীয়

আপনার যদি মনে হয় আপনার অ্যালার্জি আছে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে আপনার কোন কোন বস্তু বা খাবারের প্রতি এলার্জি আছে সে সম্পর্কে। চিকিৎসকের কাছে বলতে হবে আপনার অ্যালার্জি কতটুকু থাকে এবং এলার্জিতে কি কি সমস্যা হয় সে সম্পর্কে। চিকিৎসক আপনার সম্পর্কে জানবে এবং রোগ সম্পর্কে জানার পরে তারা আপনাদেরকে পরামর্শ দেবে এবং সে পরামর্শ অনুযায়ী আপনার আচরণে আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে।

এলার্জি দূর করার উপায়

এলার্জি দূর করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো যে সকল খাবার বা যে সকল বস্তু থেকে অ্যালার্জি সৃষ্টি হয় আপনার শরীরে সেসকল জিনিসগুলো থেকে দূরে থাকা। আর যদি কোনো কারণে আপনি তাদের সংস্পর্শে যান এবং অ্যালার্জি সৃষ্টি হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করা। এলার্জি দূর করা প্রথম উপায় যে সকল জিনিসগুলো আপনার অ্যালার্জি সৃষ্টি করে তার সংস্পর্শে না যাওয়া।

এলার্জি যুক্ত খাবারের তালিকা

আজকে আমরা আপনাদের সঙ্গে এলার্জি যুক্ত খাবারের তালিকা গুলো সম্পর্কে আলোচনা করব। সাধারণত যে সকল খাবার গুলোতে এলার্জি হয়ে থাকে সে সকল খাবারগুলোর নাম নিচে উল্লেখ করা হলো। চলুন জেনে নেই খাবারের তালিকার নাম হল।
  • গরুর দুধ
  • চিনাবাদাম
  • গেম
  • সেলফিশ
  • মাছ
  • গম
  • ফল
  • বাদাম
  • চাল
  • কালাই ডাল
  • পুঁইশাক
  • বেগুন
  • চিংড়ি মাছ
  • ইলিশ মাছ
সকল খাবার গুলোতে এলার্জি রয়েছে। আরো অন্যান্য খাবারেও এলার্জি রয়েছে তবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন খাবারে এলার্জি রয়েছে সে বিষয় টি।

এলার্জির ঔষধ এর নাম

আপনারা অনেকেই এলার্জি রোগে ভুগে থাকেন। যে কারণে আপনারা এর ঔষধ সম্পর্কে বা ঔষধ এর নাম জানতে চান। চলুন জেনে নেই ওষুধ গুলোর নাম।
  1. এ্যালাট্রল
  2. সেটিজিন
  3. এভিল
  4. ইনোজিন
  5. অ্যালসেট
আরো অনেক ঔষধ নিয়েছে। আমরা কয়েকটি ঔষধ এর নাম আপনাদের সাথে আলোচনা করলাম। যেগুলো খুব ভালো ভাবে কাজ করে থাকে।

এলার্জি থেকে মুক্তির উপায়

আপনারা যারা এলার্জি রোগে আক্রান্ত তারা এলার্জি থেকে মুক্তি পেতে চান। কেননা কোনো রোগী চান্না তার রোগ শরীরে থেকে যাক। যে কারণে সবাই এর থেকে মুক্তি চাই। এলার্জি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন, যে সকল খাবারে আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয় সে সকল খাবার থেকে দূরে থাকতে হবে। তারপর যে সকল প্রাণী বা বস্তুর সংস্পর্শের জন্য আপনার শরীরে এলার্জির দেখা দেয় সে সকল বস্তু বা প্রাণী থেকে দূরে সরে থাকতে হবে। অতঃপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তাহলে আপনারা এলার্জি থেকে মুক্তি পেতে পারেন। আশা করি আমরা আপনাদেরকে বুঝাতে পেরেছি।

এলার্জি হলে কি কি সমস্যা হয়

আপনারা অনেকেই ইউটিউব গুগোল ইত্যাদি মাধ্যমে সার্চ দিয়ে থাকেন এলার্জি হলে কি কি সমস্যা হয় সে সম্পর্কে জানার জন্য। আমরা ইতিমধ্যে আপনাদের সঙ্গে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যা উপরে উল্লেখ করা আছে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন।
  • হাঁচি
  • চুলকানি
  • সর্দি
  • বন্ধ নাক
  • চোখ লাল হয়ে যাওয়া
  • চোখ দিয়ে পানি পড়া
  • শ্বাস নেওয়ার সময় বুকে শব্দ হওয়া
  • শ্বাস নেওয়ার সময় বুক ভারী হয়ে যাওয়া
  • শরীর ও ত্বক লাল লাল হয়ে ফুলে যাওয়া
  • ঠোঁট, জিহ্বা ,চোখ, মুখ ফুলে যাওয়া
  • লাল লাল হয়ে যাওয়া
  • গলা এবং মুখ ফুলে যাওয়া
  • শ্বাসকষ্ট হওয়া
  • ঘুম ঘুম ভাব হওয়া
  • জ্ঞান হারানোর মত অবস্থা হওয়া
  • প্রলাপ বকতে থাকা
  • ঠোঁট এবং ত্বক নীল হয়ে যাওয়া
  • পড়ে যাওয়া বা জ্ঞান হারানো
আপনাদের সুবিধার্থে আমরা আবারও আপনাদের সাথে সেই সমস্যাগুলোর নাম উল্লেখ করলাম।

স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়

স্কিন এলার্জির জন্য আপনারা অনেকেই তিক্ত বিরক্ত। যে কারণে আপনার এলার্জি থেকে মুক্তি পেতে চান। স্কিন এলার্জির জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। এবং যে পরামর্শ দিবে তা মেনে চলতে হবে। স্কিনের জন্য কিছু মলম বা লোশন ব্যবহার করার জন্য বলতে পারে। সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চললে এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

মুখের এলার্জির ঔষধের নাম

আপনারা যারা মুখের এলার্জি নিয়ে বিরক্ত তারা এ সম্পর্কে বেশি জানতে আগ্রহী থাকেন। কারণ এলার্জি হলে মুখে অনেক রকম দাগ দেখা যায় অথবা ফুলে যায়। যে কারণে আমরা ইতিমধ্যে এ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আপনাদের সাথে পাঁচটি এলার্জির ঔষধ এর নাম উল্লেখ করেছি। যা উপরে উল্লেখ করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ওই ওষুধগুলো মুখ এবং পুরো শরীরের কাজ করে থাকে।

Leave a Comment